চট্টগ্রামের প্রাচীন ইতিহাস (হার্ডকভার)
চট্টগ্রামের প্রাচীন ইতিহাস (হার্ডকভার)
৳ ১৮০   ৳ ১৫৮
১২% ছাড়
Quantity  

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই কিনলেই নিশ্চিত ১০% ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! সাথে পাচ্ছেন ১০০০ টাকার ডিসকাউন্ট কার্ড ফ্রি।

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

চট্টগ্রামের প্রাচীন ইতিহাস কৌতৃহলােদ্দীপক ও রহস্যময়। এই ভূখণ্ডের সীমারেখা, নামকরণ, প্রাচীন চট্টগ্রামের সমাজ-রাজনীতি ও অর্থনীতি, এর জনবিন্যাস সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতৈক্য নেই। চট্টগ্রামের প্রাচীন ইতিহাসের নির্মাণ তাই সহজসাধ্য নয়। এই দুরূহ কর্মে প্রবৃত্ত হয়ে সুনীতিভূষণ কানুনগাে প্রাচীন চট্টগ্রামের ইতিহাসের একটি স্বচ্ছ রূপরেখা নির্মাণ করেছেন। এফ.ই. পেরজিটার, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, এমসি. ক্রিন্ডেল, লামা তারনাথ, নলিনীকান্ত ভট্টশালী, প্লিনি, কর্নেল ইউল, নরেন্দ্রনাথ ল, প্রবােধচন্দ্র বাগচী, শরচ্চন্দ্র দাশ, বসন্ত চৌধুরী প্রমুখ ইতিহাসবিদ ও মুদ্রাতত্ত্ববিদের সাক্ষ্য ও মতামত বিচার করে সুনীতিভূষণ চট্টগ্রামের ইতিহাস সংক্রান্ত তথ্যের একটি যুক্তিগ্রাহ্য বিবরণ তৈরি করেছেন। বহু প্রাচীন গ্রন্থ, পর্যটকদের বিবরণ এবং বিভিন্ন তাম্রলিপি ও মুদ্রায় উৎকীর্ণ তথ্য-উপাত্ত অবলম্বনেও তিনি চট্টগ্রাম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। চট্টগ্রামের সঙ্গে আরাকানের সম্পর্ক বিবেচনা করে সুনীতিভূষণ আরাকানি সূত্রসমূহও তাঁর রচনায় ব্যবহার করেছেন। চট্টগ্রামকে তিনি প্রাচীন হরিকেল জনপদের অন্তর্গত বিবেচনা করেছেন। প্রাচীন চট্টগ্রামে আর্য সংস্কৃতির বিস্তার, আরাকানের সঙ্গে চট্টগ্রামের সম্পর্ক, চট্টগ্রামের ধর্মীয় অবস্থা, এই অঞ্চলের ব্যবসায়-বাণিজ্য, শিল্পকলার চর্চা- এই সব বিষয় আলােচিত হয়েছে সুনীতিভূষণের চট্টগ্রামের প্রাচীন ইতিহাসে। বইটি তথ্যবহুল, বিশ্লেষণধর্মী।

Title : চট্টগ্রামের প্রাচীন ইতিহাস
Author : সুনীতিভূষন কানুনগো
Publisher : বাতিঘর
ISBN : 9789848034019
Edition : 3rd Print, 2021
Number of Pages : 85
Country : Bangladesh
Language : Bengali

ড. সুনীতিভূষণ কানুনগো চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার কানুনগোপাড়া গ্রামের একটি অভিজাত পরিবারে ১৯৩৪ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা স্বর্গত শ্রীপুলিন বিহারী কানুনগো কানুনগোপাড়া ড. বি. বি. উচ্চ ইংরেজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মা স্বর্গতা সুচারুপ্রভা কানুনগো সাধারণ বঙ্গনারীর মত স্নেহশীলা ও কর্তব্যপরায়ণা মহিলা ছিলেন। ড. কানুনগোর একমাত্র কনিষ্ঠ ভ্রাতা ড. সুকৃতি ভূষণ কানুনগো কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে পিএইচ ডি. ডিগ্রি লাভ করেন। তিনি এখন রসায়ন বিজ্ঞানী। তাঁর স্ত্রী লীনা কানুনগো বাংলা ভাষা ও সাহিত্যের সুখ্যাত অধ্যাপক ছিলেন এবং চট্টগ্রাম বেতারের নজরুল সঙ্গীতশিল্পী ছিলেন। বছর দুয়েক আগে আকস্মিক মৃত্যু হয় তাঁর। তাঁদের দু’ছেলের প্রথম ছেলে দুরারোগ্য ব্যাধিতে ১৪ বছর বয়সে অকাল প্রয়াত। দ্বিতীয় ছেলে ‘ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্সে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে স্বউদ্যোগে স্কলারশিপ লাভ করে আমেরিকার নিউইয়র্ক গিয়ে নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত এবং সেখানেই বসবাসরত। ড. সুনীতিভূষণ ১৯৬০ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে এমএ ডিগ্রি লাভ করার পর স্বগ্রামের স্যার আশুতোষ কলেজে শিক্ষকতায় যোগদান করেন। ১৯৬২ সালে তাঁর জ্যেষ্ঠ পিতৃব্য উপমহাদেশের প্রথিতযশা ঐতিহাসিক ড. কালিকারঞ্জন কানুনগোর নির্দেশে ইতিহাসে গবেষণার কাজে ব্রতী হন। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশের স্বনামখ্যাত ঐতিহাসিক ড. আবদুল করিম। ড. সুনীতিভূষণ ছিলেন তাঁর প্রথম গবেষক ছাত্র। ড. কানুনগো একনিষ্ঠ সাধনায় নীরবে নিভৃতে বহু গবেষণা গ্রন্থ প্রণয়ন করেছেন এবং নিজের অর্থায়নে সেগুলো প্রকাশও করেছেন, আরও কিছু পাণ্ডুলিপি প্রকাশের অপেক্ষায় আছে। তাঁর পিএইচডি থিসিসের ভিত্তিতে রচিত হয় ‘History of Chittagong Vol 1 এবং প্রকাশিত হয় ১৯৮৮ সালে। এই খণ্ডের বিষয়বস্তু হলো চট্টগ্রামের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস। তাঁর রচিত ‘‘History of Chittagong Vol 2’ প্রকাশিত হয় ২০১০ সালে। এই খণ্ডের বিষয়বস্তু হলো চট্টগ্রামের ইতিহাসের আধুনিক যুগ। মোটের ওপর এই দুই খণ্ড মিলিতভাবে চট্টগ্রামের একটি পূর্ণাঙ্গ ইতিহাসের রূপ নিয়েছে। তিনি কেবলমাত্র চট্টগ্রামের ইতিহাস লিখে থেমে থাকেন নি। তিনি বাংলার ইতিহাসের ওপর গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন। এর ফলশ্রুতিতে তিনি বাংলার ইতিহাস- প্রথম খণ্ড (প্রাচীন যুগ), ‘বাংলার ইতিহাস -দ্বিতীয় খণ্ড (সুলতানী আমল) এবং বাংলার ইতিহাস তৃতীয় খণ্ড (মোগল আমল) রচনা করেন। এই গ্রন্থগুলো রচনার সঙ্গে সঙ্গে ‘বাংলার শাসনতান্ত্রিক ইতিহাস’- প্রথম খণ্ড (প্রাচীন যুগ) এবং দ্বিতীয় খণ্ড (মধ্যযুগ) রচনা করেন। |


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]